যুক্তরাষ্ট্রের আটলান্টার হার্টসফিল্ড জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমবারের মতো বায়োমেট্রিক টার্মিনাল প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে। ডেল্টা এয়ার লাইনস এই প্রথম কোনো বিমানবন্দরে কার্ব-টু-গেট বায়োমেট্রিক টার্মিনাল চালু করল।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই প্রযুক্তির মাধ্যমে বিমানবন্দরের নিরাপত্তা আরো উন্নত হবে। স্ক্রীনিংয়ের মাধ্যমে চেকিং পদ্ধতিতে যাত্রীদের সময় বাঁচবে। যাত্রীরা এই প্রযুক্তির মাধ্যমে খুব সহজে চেক-ইন পর্বটি শেষ করতে পারবেন।
ডেল্টা এয়ার লাইনস কর্মকর্তা গিল ওয়েস্ট জানান, বিশ্বের একটি ব্যস্ততম বিমানবন্দর আটলান্টা বিমানবন্দর। যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো এ প্রযুক্তির ব্যবহার শুরু হলো।