জ্বালানী তেল রপ্তানীকারক দেশগুলোর সংস্থা অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিস বা ওপেক-এর সদস্যপদ ত্যাগ করতে যাচ্ছে কাতার। সোমবার দেশটির তেল ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রী সাদ সারিদা আল কাবি এই ঘোষণা দিয়েছেন।
দোহায় এক সংবাদ সম্মেলনে আল কাবি বলেন, কাতারের নিজস্ব প্রাকৃতিক গ্যাস উৎপাদন বাড়াতে এবং এই সম্পদের উন্নয়ন করতে ওপেক ত্যাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, আগামী কয়েক বছরে প্রাকৃতিক গ্যাস উৎপাদনের লক্ষ্যমাত্রা বার্ষিক ৭৭ মিলিয়ন থেকে বৃদ্ধি করে ১১০ মিলিয়ন টন নির্ধারণ করা হয়েছে।
এই সিদ্ধান্ত কার্যকর হলে তেল উৎপাদনকারী ১৫ টি দেশের ব্লক থেকে সরে যাবে কাতার।
উল্লেখ্য, কাতারের রাষ্ট্রীয় তেল কোম্পানি কাতার পেট্রোলিয়াম বিশ্বের মোট তেলের ৪০ শতাংশের যোগানদাতা।