ফেসবুকে নিলামে তুলে এক তরুণীকে (১৭) বিয়ে দেয়া হয়েছে। এই নিলামের মাধ্যমে ৫০০ গরু, তিনটি প্রাইভেটকার ও ১০ হাজার ডলার কব্জা করেছে মেয়েটির বাবা। সম্প্রতি এমনটাই ঘটেছে দক্ষিণ সুদানে।
গত ২৫ অক্টোবর মেয়েকে বিয়ে দেবেন বলে তাকে নিলামে তুলে ফেসবুকে পোস্ট দেন এক ব্যক্তি। এই পরিপ্রেক্ষিতে অন্তত পাঁচজন পুরুষ নিলামে অংশ নেন। এর মধ্যে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও ছিলেন বলে জানা গেছে।
এদিকে, ফেসবুকের মাধ্যমে এ ধরনের নিলাম নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। বিষয়টি নজরে আসার পর পোস্টটি মুছে ফেলা হয়েছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
তবে ফেসবুক ওই পোস্টটি ‘ডিলিট’ করে দেয়ার আগেই মেয়েটির বিয়ে হয়ে গেছে।
প্রসঙ্গত, সম্প্রতি দক্ষিণ সুদানে পণ প্রথা মাথাচাড়া দিয়ে উঠেছে। টাকা ও গবাদি পশুর বিনিময়ে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে দিচ্ছেন অভিভাবকরা।