Friday , 1 November 2024
সংবাদ শিরোনাম

ইজুলের ক্যারিয়ারের প্রথম ১০ উইকেট

ক্যারিয়ারে প্রথমবারের মতো এক টেস্টে ১০ উইকেট শিকার করলেন তাইজুল ইসলাম। জিম্বাবুয়ের বিপক্ষে চলতি সিলেট টেস্টের দ্বিতীয় দিনে সিকান্দার রাজাকে বোল্ড করে এই মাইলফলকে পা রাখেন তিনি। এর আগে বাংলাদেশের আরও তিন বোলার এক টেস্টে ১০ উইকেট নিয়েছেন।

সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৩৯.৩ ওভার বল করে মাত্র ২.৭৩ ইকনোমিতে ১০৮ রান দিয়ে তাইজুল নিয়েছিলেন ৬ উইকেট। ঘূর্ণিজাদুতে একাই ধসিয়ে দিয়েছিলেন সফরকারীদের ব্যাটিং লাইনআপ। প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ এখন মহাবিপাকে আছে। জিম্বাবুয়েকে দ্রুত থামিয়ে দেওয়াটাই যখন লক্ষ্য।, তখন বল হাতে আবারও জ্বলে ওঠেন তাইজুল।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪ উইকেট শিকার করেছেন তাইজুল। আজ সোমবার ম্যাচের তৃতীয় দিনে তাইজুলুর শিকার হন ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, পিটার মুর এবং সিকান্দার রাজা।

এর আগে ২০০৫ সালে এনামুল হক জুনিয়র বাংলাদেশের হয়ে প্রথমবার এক টেস্টে ১০ কিংবা তার বেশি উইকেট শিকার করেছিলেন। এরপর বিশ্বসেরা অল-রাউন্ডার ২০১৪ ও ২০১৭ সালে দুইবার এই কীর্তি গড়েন। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টে এই কীর্তি গড়েন মেহেদী মিরাজ।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top