রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে মিয়ানমারের সঙ্গে আলোচনা হলেও বাস্তবে ফেরত পাঠানো শুরু হয়নি। তবে এবার যৌথ ওয়ার্কিং গ্রুপের প্রতিনিধি দলের সদস্যদের কুতুপালং পরিদর্শনের সময় মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থো জানিয়েছেন মধ্য নভেম্বরে প্রথম দফায় দুই হাজার রোহিঙ্গাকে মিয়ানমার ফেরত নেবে।
আজ বুধবার দুপুরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে গণমাধ্যমকে রোহিঙ্গা ফেরতের বিষয়টি জানিয়েছেন মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থো।
ক্যাম্প পরিদর্শনের সময় রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ ও মিয়ানমারের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত যৌথ ওয়ার্কিং গ্রুপের প্রতিনিধি দলের সদস্যরা।
মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থো বলেন, বাংলাদেশ থেকে পাঠানো ৮ হাজার ৩২ জনের তালিকার মধ্যে পাঁচ হাজার জনকে এরই মধ্যে জনকে শনাক্ত করা হয়েছে। তাদের সবার আগে ফেরত নেওয়া হবে।