পাঁচটি বিষয়ে বক্তব্যের সুযোগ না দেওয়ায় ইসির সভা বর্জন করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আজ সোমবার সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে নির্বাচন কমিশনের (ইসি) ৩৬তম সভা শুরুর ১০ মিনিটের মাথায় তিনি বেরিয়ে নিজের রুমে চলে যান।
বিষয়গুলো হলো-নির্বাচনী দায়িত্বে সেনাবাহিনীর কার্যপরিধি নির্ধারণ, সবার জন্য সমান সুযোগ রেখে অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন, ভোটে নিরপেক্ষতা নিশ্চিত করা, ইসির সক্ষমতা বৃদ্ধি এবং সরকারের সঙ্গে সংলাপ। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এসব বিষয়ে লিখিত আকারে গত ৮ অক্টোবর কমিশনকেও জানিয়েছিলেন তিনি।
জানা গেছে, সভার মাঝপথে ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে সভা বর্জন করেন জ্যেষ্ঠ এই নির্বাচন কমিশনার। নোট অব ডিসেন্টে তিনি লিখেছেন, ‘নির্বাচন কমিশন কোনোভাবেই আমার অধিকার খর্ব করতে পারে না, বাক স্বাধীনতা ও ভাব প্রকাশের স্বাধীনতা আমার সংবিধানপ্রদত্ত মৌলিক অধিকার। এমতাবস্থায় অনন্যোপায় হয়ে আমি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে নোট অব ডিসেন্ট দিয়েছি এবং প্রতিবাদ স্বরূপ কমিশন সভা বর্জন করছি।’
এর আগেও গত ৩০ আগস্ট কমিশনের ৩৫তম সভায় ইভিএমন কেনার বিরোধিতা করে নোট অব ডিসেন্ট দিয়ে সভা বর্জন করেছিলেন তিনি।