ঘূর্ণিঝড় তিতলির প্রভাব কেটে গেছে। এ কারণে দেশের সব সমুদ্রবন্দর থেকে তিন নম্বর সতর্কতা সংকেত নামিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
দেশের বিভিন্ন স্থানে এখনো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। তবে তা সোমবার নাগাদ আরো কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ঘূর্ণিঝড় তিতলি ভারতের উড়িষ্যা উপকূলে আঘাত হানার আগে সমুদ্রবন্দরগুলোতে ৪ নম্বর সঙ্কেত দেখাতে বলেছিল আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সঙ্কেত ৩ নম্বরে নামিয়ে আনা হয়েছিল।
উত্তর বঙ্গোপসাগর বায়ূচাপের তারতম্য বিরাজ করায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। এ কারণে বর্তমানে বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৮ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।