মিয়ানমারের নেত্রী ও শান্তিতে নোবেল জয়ী অং সান সু চিকে দেওয়া সম্মানসূচক নাগরিকত্ব বাতিল করেছে কানাডা। রোহিঙ্গা গণহত্যার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুচিই প্রথম ব্যক্তি যাকে দেওয়া সম্মানজনক নাগরিকত্ব কেড়ে নিল কানাডা।
জানা গেছে, সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর জাতিগত নিধন বন্ধে ভূমিকা রাখতে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে কানাডার পার্লামেন্ট।
কানাডার সিনেটে ভোটাভুটির পর সুচির নাগরিকত্ব প্রত্যাহারের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০০৭ সালে অং সান সু চিকে সম্মানসূচক নাগরিকত্ব দেয় কানাডার হাউজ অব কমন্স। নেলসন ম্যান্ডেলা, দালাইলামা ও মালালা ইউসুফজাইসহ আরও পাঁচজন কানাডার এ নাগরিকত্ব পেয়েছেন।