শেষ ওভারে জয়ের জন্য আফগানদের দরকার ছিল মাত্র ৮ রান। মাত্র ৪ রান দিয়ে বাংলাদেশকে ৩ রানের নাটকীয় জয় এনে দিয়েছেন মোস্তাফিজ।
স্বাভাবিকভাবেই প্রশংসার বৃষ্টিতে ভিজছেন কাটার মাস্টার। তাকে প্রশংসায় ভাসাতে কুণ্ঠাবোধ করেননি আফগানিস্তান অধিনায়ক আসগার আফগান, বাংলাদেশকে অভিনন্দন। ৬ বলে ৮ রান কঠিন কিছু ছিল না। রশিদ, নবী, শেনওয়ারিরা এ রান করতে পারত।
কিন্তু সব কৃতিত্ব দিতে হবে মোস্তাফিজ। শেষ ওভারে অসাধারণ বল করেছে সে। বোলিংয়ে ছিল সুন্দর ও বৈচিত্র্যময়। সবকিছুই যেন তার পরিকল্পনা অনুযায়ী হয়েছে।
এ জয়ে এশিয়া কাপের ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। আসছে মঙ্গলবার পাকিস্তানকে হারাতে পারলে কোনো সমীকরণ ছাড়াই ফাইনালি লড়াইয়ে নাম লেখাবে মাশরাফি বাহিনী। ফলে ম্যাচটি অঘোষিত সেমিফাইনালে রূপ নিয়েছে।