দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফের কারাফটকে যাবেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার। আজ বুধবার বিকেল ৩টায় নাজিমউদ্দিন রোডের পুরানো কারাগারে যাবেন তারা।
আইনজীবীরা জানিয়েছেন, আজ বিকাল ৩টায় আবারও তারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাফটকে যাবেন।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার। এ সময় তারা কারাফটকের সামনে প্রায় এক ঘণ্টা অবস্থান করেও দেখা না পেয়ে ফিরে আসেন।
এ বিষয়ে অ্যাডভোকেট সানাউল্লাহ বলেন, মঙ্গলবার আমরা গিয়ে সেখানে এক ঘণ্টা অপেক্ষা করেছিলাম। কারা কর্তৃপক্ষ আমাদের বলেছে, আজ দেখা হবে না।
তিনি আরো বলেন, ২০ সেপ্টেম্বর মামলার তারিখ নির্ধারণ ছিল। আমাদের দেখা করতে না দিলে আমরা কীভাবে আদালতকে সহযোগিতা করব। বুধবার আবার দেখা করতে আসব। যদি না পারি সেটি আদালতকে জানাব।
সানাউল্লাহ বলেন, আমাদের মামলার ব্যাপারে নির্দেশনা নেয়ার প্রয়োজন ছিল। আদালতের আদেশের পরও দেখা করতে পারিনি। বুধবার আবারও ৩টায় আমরা আসব।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে একই বছরের ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরানো ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন খালেদা জিয়া।