ময়মনসিংহের ভালুকার মাস্টারবাড়ি এলাকায় একটি বহুতল ভবনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় হতাহতরা খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থী বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত ব্যক্তির নাম তৌহিদ। তার বাড়ি বগুড়ায়। আর আহতরা হলেন- শাহীন, হাফিজ ও দীপ্ত সরকার। এদের মধ্যে শাহীন সিরাজগঞ্জের, হাফিজ নওগাঁর মান্দা এবং দীপ্ত মাগুরার বাসিন্দা। তাদের মধ্যে শাহীনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর হাফিজ ও দীপ্ত সরকারকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে র্যাব-১৪ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল শরীফুল ইসলাম, ভবনটির তৃতীয় তলায় চার শিক্ষার্থী থাকতেন। প্রাথমিকভাবে জানা গেছে, তারা খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের শিক্ষার্থী। ভালুকায় স্কয়ার ফ্যাশন নামে একটি টেক্সটাইল মিলে ইন্টার্ন করছিলেন তারা।
জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম জানান, ঘটনার সূত্রপাত খুঁজছে পুলিশ। তবে ওই ভবনের ভেতরে চার শিক্ষার্থী ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে। তবে পুরো ভবনটি বিধ্বস্ত অবস্থায় রয়েছে।
তিনি আরো জানান, ৬ তলা ভবনটির তৃতীয় তলার পেছনের পার্টিশনওয়াল ও জানালার গ্লাস ভেঙে গেছে। জানালার অ্যালুমিনিয়ামের স্ট্রাকচারও পড়ে আছে। একটি জানালা ও বারান্দার ৫০ কেজি ওজনের গ্রিল কমপক্ষে ৫০ মিটার দূরে গিয়ে পড়েছে।