মেয়ে আদিরার জন্মের পর, অনেক দিন পর অনস্ক্রিনে রানি মুখার্জি। এই ছবি রানির ক্ষেত্রে, ঠিক কামব্যাক ফিল্ম না হলেও ‘হিচকি’কে ঘিরে বেশ স্বপ্ন দেখছেন অভিনেত্রীর গুণমুদ্ধরা। ব্রাড কোহেনের আত্মজীবনী ‘ফ্রন্ট অফ দ্য ক্লাস : হাও টরেট সিনড্রম মেড মি দ্য টিচার আই অ্যাম’-এর ছায়া অবলম্বনে তৈরি হয়েছে ‘হিচকি’। ‘মর্দানি’র পর আবারো নারীকেন্দ্রিক কোনো ছবিতে রানি। সঙ্গে রয়েছে একটি অন্যধারার গল্প। সব মিলিয়ে এই ছবি ঘিরে সব তৈরিই ছিল, এবার শুধু রানির ঝলসে ওঠার পালা।
কেমন হলো ছবি? ছবির গল্পই বা কি-রকম? জেনে নেওয়া যাক।
প্রেক্ষাপট
ছবিতে শিক্ষিকা নয়না মাথুরের ভূমিকায় রয়েছেন রানি মুখার্জি, যে চরিত্রটি টরেট সিনড্রম নামের এক বিরল রোগে আক্রান্ত। অসুস্থতার সমস্যা থাকলেও, তাঁর শিক্ষিকা হওয়ার অদম্য ইচ্ছা। তবে এই ইচ্ছা সফল করতে গিয়ে তথা আদর্শ শিক্ষিকা হয়ে পড়ুয়াদের মন জয় করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় নয়না মাথুরকে। সেই সমস্যার গিঁট কিভাবে তিনি এক এক করে খোলেন, এই ছবিতে সেই কাহিনিই বর্ণিত হয়েছে।
গল্প
ছবির গল্প নয়নাকে ঘিরেই আবর্তিত। অনেক ডিগ্রি আছে নয়নার। তাঁকে টরেট সিনড্রমের কারণে বহু স্কুল প্রত্যাখ্যান করতে থাকে, শিক্ষিকা পদে নিয়োগের জন্য। ৫ বছরের লম্বা অপমান-প্রত্যাখ্যানের লড়াই লড়ার পর এক ক্যাথলিক স্কুলে শিক্ষকতা করার সুযোগ পান নয়না। যেখানে তাঁর আশপাশের সহশিক্ষকরা যেমন অহংকারী তেমনই নাক উঁচু পড়ুয়ারা। এ রকম এক পরিস্থিতিতে সব বাধা পেরিয়ে একজনের একার লড়াইয়ের কাহিনি ‘হিচকি’।
অভিনয়
ছবির মূলে কী, রানি না-কি ছবির গল্প তা বলা কিছুটা দায়! তবে রানি এই ছবির মাধ্যমে নিজের অভিনয়দক্ষতা সম্পূর্ণরূপে তুলে ধরতে পেরেছেন। কারণ এই ছবির চরিত্র তাঁকে সেই সুযোগ করে দিয়েছে। মেক-আপ থেকে সংলাপ বলা, সমস্ত ক্ষেত্রেই নিজের মতো করে চেষ্টা করেছেন রানি। এ ছাড়াও অভিনেতা নীরজ কাবিও এই ছবির সম্পদ।
পরিচালনা
সিদ্ধার্থ পি মালহোত্রা এই ছবিতে যতটা পোক্ত গল্প উপহার দিয়েছেন, ততটাই পোক্ত গাঁথুনি রেখেছেন নিজের পরিচালনাতেও। চিত্রনাট্যের ফাঁক-ফোঁকরও তিনি ভরাট করতে সমর্থ হয়েছেন।
প্রযোজনা
রানির স্বামী আদিত্য চোপড়ার প্রযোজনাতে যশ রাজের প্রোডাকশনসের এই ছবি ঘিরে এমনিতেই কৌতূহল ছিল ভক্তদের মধ্যে। আর যশরাজ তার ঘরানা মেনে ছবি হিট হওয়ার সমস্ত রসদ রেখেছে ‘হিচকি’তে।
ছবির গানগুলোর মধ্যে ‘হিচকি’র টাইটেল ট্র্যাক বেশ জনপ্রিয়তা পেয়েছে। সবশেষে উইকএন্ডকে একটু অন্যরকম করতে চাইলে হলে গিয়ে দেখে আসতে পারেন ‘হিচকি’। আর ছবিটি দেখতে যাওয়ার আগে এর ট্রেলারটি আবার একটু দেখে নিন।