চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের টয়লেট থেকে ৫০টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
শনিবার সকালে বিমানবন্দরের এরাইভাল বেল্টের পাশের শৌচাগার থেকে এই সোনা উদ্ধার করা হয়। এর ওজন পাঁচ কেজি ৮৫০ গ্রাম, আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৬০ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের উপ-পরিচালক বলেন, টয়লেটে একটি হাই কমোডের পাশে স্কচটেপ মোড়ানো অবস্থায় বারগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে ।
এদিকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকার একটি টয়লেট থেকে তিন কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ। শুক্রবার রাত দেড়টার দিকে এ সোনা আটক করলেও কাউকে আটক করা যায় নি।
বিমানবন্দরের টয়লেটে সোনার বার
Share!