সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের আমন্ত্রণে চার দিনের সফরে সিঙ্গাপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে সেখানে পৌঁছান তিনি।
এর আগে আজ রবিবার সকাল ৮টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা বিদায় জানান।
সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে পৌঁছানোর পর বিমান বন্দর থেকে প্রধানমন্ত্রীকে একটি মোটর শোভাযাত্রায় সাংগ্রি-লা হোটেলে নিয়ে যাওয়া হবে। সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।
এ সফরে দু’দেশের বাণিজ্য, বিনিয়োগ, বেসামরিক বিমান চলাচল ও জ্বালানী খাতসহ ৬টি সমঝোতা স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী কার্যালয় ইস্তানায় সেদেশের প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন শেখ হাসিনা। সিঙ্গাপুরের প্রথম নারী রাষ্ট্রপতি হালিমা বিনতে ইয়াকুরের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। সফর শেষে আগামী ১৪ মার্চ দেশে ফেরা কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।