Saturday , 5 October 2024
সংবাদ শিরোনাম

চলে গেলেন প্লেবয়ের প্রতিষ্ঠাতা হিউ হেফনার

চলে গেলেন প্লেবয়ের প্রতিষ্ঠাতা হিউ হেফনার

সারা বিশ্বে জনপ্রিয় প্রাপ্তবয়স্কদের সাময়িকী ‘প্লেবয়’-এর প্রতিষ্ঠাতা হিউ হেফনার আর নেই (৯১)। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে হেফনারের মৃত্যু হয়। কোপার হেফনার এক বিবৃতিতে বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাঁর বাবার স্বাভাবিক মৃত্যু হয়েছে। বিবৃতিতে কপার হেফনার বলেন, ‘বাবা ছিলেন গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনের একজন অগ্রদূত। তাঁর জীবনযাপন ছিল ব্যতিক্রমধর্মী ও তাৎপর্যপূর্ণ। তিনি মুক্তচিন্তা, গণতান্ত্রিক অধিকার ও যৌন স্বাধীনতা নিয়ে কাজ করে গেছেন। ১৯৯২ সালে নিউইয়র্ক টাইমসকে হিউ হেফনার বলেছিলেন, ‘যৌনতা নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গিতে আমি পরিবর্তন এনেছি। এসব বিষয়ে মানুষ এখন শান্তিপূর্ণ আচরণ করে। বিষয়টি আমাকে তৃপ্তি দেয়। ১৯২৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্মগ্রহণ করেন হেফনার। দেশটির ইলিনয় বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক সম্পন্ন করেন। ১৯৫৩ সালের ডিসেম্বরে যৌনতাবিষয়ক সাময়িকী প্লেবয় প্রতিষ্ঠা করার আগে হেফনার কপিরাইটার হিসেবে কাজ করতেন। প্রথম বছরেই ম্যাগাজিনটির বিপণন দুই লাখ কপিতে গিয়ে দাঁড়ায়। ১৯৭০-এর দশকে এই সংখ্যা দাঁড়ায় ৭০ লাখে। বিশ্বের বিভিন্ন প্রান্তে সাময়িকীটির জনপ্রিয়তা ছিল।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top