৭০ বছরের বৃদ্ধা হত্যার দায়ে চারজনের ফাঁসির আদেশ
এ,কে,এম শফিকুল ইসলামঃ ঢাকার দোহারের ৭০ বছরের বৃদ্ধ আয়েশা বেগমকে হত্যার দায়ে চারজনকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার আসামিদের উপস্থিতিতে ঢাকার অষ্টম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আহসান তারিক এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মাহফুজা বেগম সাঈদা জানিয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রাজন খাঁ, শাহানাজ বেগম, সুমন বয়াতি, ফজল ওরফে ফয়জল। মৃত্যুদণ্ডাদেশের পাশাপাশি প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আরেক আইনজীবী এ টি এম গোলজার হোসেন জানান, ২০০৮ সালের ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে দোহার থানার সুতারপাড়া গ্রামে আয়েশা বেগম নিখোঁজ ছিলেন। পরদিন রক্তাক্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের ছেলে আবদুল কুদ্দুস বাদী হয়ে একটি মামলা করেন। মামলাটি তদন্ত করেন দোহার থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান। ২০০৮ সালের ১৭ ডিসেম্বর চারজনের নামে অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগপত্রে বলা হয়, বৃদ্ধ আয়েশা বেগমের টাকা ও স্বর্ণালংকার ছিনতাই করার জন্যই তাঁকে হত্যা করা হয়। আসামিরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।