সুস্থ নেতা পেতে ছাত্রদলে মূত্র পরীক্ষার উদ্যোগ:বিএনপি
এ,কে,এম শফিকুল ইসলামঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রদলের সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীসহ পদপ্রত্যাশী ১০ জনের মূত্র পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরীক্ষা ঢাকায় করা হবে।বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর জানান, বিএনপি একটি আদর্শিক দল। এ দলের মূল শক্তি হলেন ছাত্রদলের নেতাকর্মীরা। সেই আদর্শবাদী ছাত্রদলের নেতৃত্ব হতে হবে সুস্থ-সবল স্বাস্থ্যের অধিকারী। শারীরিকভাবে সুস্থ না হলে তাঁরা মানসিক শক্তি পাবেন না। তাই বোয়ালমারী ছাত্রদলের আগামী সম্মেলনে যাতে সৎ, সুস্থ ও সবল স্বাস্থ্যের অধিকারীরা নেতৃত্বে আসতে পারেন, সে জন্য সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ১০ জনের ইউরিন টেস্টের উদ্যোগ নেওয়া হয়েছে। বোয়ালমারী বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, ‘এটা সত্যি যে, আমাদের সমাজে মাদকাসক্তদের সংখ্যা বেড়ে গেছে। এর মধ্যে রাজধানী থেকে উপজেলা পর্যায়ের শিক্ষার্থীরা রয়েছে। আমরা চাই, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও প্রতিরোধ গড়ে তুলতে। এ বিষয়ে বোয়ালমারী ছাত্রদলের আসন্ন সম্মেলনে সভাপতি পদপ্রত্যাশী ওয়ালিদীন মুরছালীন তুলিপ বলেন, ‘মাদকাসক্তের নেতিবাচক প্রভাব ব্যক্তি ও রাজনৈতিক জীবনে সমানভাবে পড়বে। আমাদের অভিভাবকরা যে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছি। আরেক সভাপতির পদপ্রত্যাশী হোসেন সালেহ আহমেদ রুবেল ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী শেখ আনিসুজ্জামান জানান, তাঁদের নেতা শাহ মো. আবু জাফর যে পদক্ষেপ নিয়েছেন, তা সাধুবাদ পাওয়ার দাবি রাখে।