Monday , 1 July 2024
সংবাদ শিরোনাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট পৌঁছেছেন

বুধবার সকাল সোয়া ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ানা দিয়ে পৌনে ১১টার দিকে সিলেট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বাংলাদেশ বিমানের বিজি-৭৩৮ ফ্লাইটে তিনি সিলেট পৌঁছান।  প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, সাংগঠিক সম্পাদক আহমেদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও খালিদ মাহমুদ চৌধুরী। সিলেটে পৌঁছেই সকাল ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল (রহ.) ও মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী। কর্মসূচি অনুযায়ী, হযরত শাহপরান (রহ) এর মাজার জিয়ারত শেষে বেলা ১১টা ৫৫ মিনিটে জালালবাদ সেনানিবাসের উদ্দেশ্যে যাত্রা করবেন। দুপুর ১২টা ২০ মিনিটে জালালাবাদ সেনানিবাসে প্রবেশ করে ১৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ নবগঠিত সদর দপ্তর, ১১ পদাতিক ব্রিগেডসহ ৯টি ইউনিটের পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী। নামাজ ও মধ্যাহ্ন বিরতি শেষে বিকেল সাড়ে ৩টায় সেখান থেকে রওয়ানা হয়ে বিকাল ৪টায় সিলেট ওসমানী বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। শেখ হাসিনার সফর উপলক্ষ্যে সিলেটের স্থানীয় আওয়ামী লীগ নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা আয়োজনের প্রস্তুতি নিয়েছিল। তবে গত রোববার জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় নির্বাচনী আচরণবিধির কারণে সমাবেশ স্থগিত করা হয়।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top