Monday , 1 July 2024
সংবাদ শিরোনাম

উত্তর কোরিয়ার নেতাকে চীনা ভাষায় ‘জিন সান পাং’ অর্থাৎ ‘তৃতীয় মোটা কিম’ বলে সম্বোধন

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে চীনের ওয়েবসাইটগুলোকে ‘মটকু’ বলে ডাকা হয়। এ কাজটি তারা তাচ্ছিল্য করেই করে। উত্তর কোরিয়ার এই নেতাকে চীনে চীনা ভাষায় ‘জিন সান পাং’ অর্থাৎ ‘তৃতীয় মোটা কিম’  বলে সম্বোধন করা হয়। এই শব্দটি চীনা ভাষায় এতটাই বেশি পরিচিত যে, ‘কিম’ লিখলেই জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ‘বাইদু’ এবং ‘ওয়েবো’তে বাকি শব্দগুলো নিজ থেকে এমনিতেই চলে আসে। সম্প্রতি চীন ও উত্তর কোরিয়ার প্রতিনিধি স্তরের এক বৈঠকের মাধ্যমে কিমকে ‘মটকু’ বলা নিয়ে আপত্তি জানানো হয়। এই আপত্তি জানানোর পর হতে চীনে চলতি সপ্তাহে ‘বাইদু’ ও ‘ওয়েবো’তে ‘কিম’ লিখলে আগের মতো ‘মোটা কিম’ শব্দ পাওয়া যাচ্ছে না। এমনিতে উত্তর কোরিয়ার সঙ্গে চীনের সম্পর্ক বেশ ভালো। মার্কিন রক্তচক্ষু এড়ানোর সাহস উত্তর কোরিয়া দেখাতে পারছে চীনের জন্যই। সম্প্রতি উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির নিন্দা করেছিল দক্ষিণ কোরিয়া, জাপান, আমেরিকা ও রাশিয়া। চীনও সেই নিন্দায় শামিল হয়েছিল। তবে বেইজিংয়ের সঙ্গে পিয়ং ইয়ংয়ের সম্পর্কে ছেদ পড়েনি।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top