Monday , 1 July 2024
সংবাদ শিরোনাম

বেঙ্গল জাতীয়তাবাদ, ধর্মীয় মূল্যবোধ, গণতান্ত্রিক সমবাদ, সামাজিক অর্থনীতি ও শান্তি প্রতিষ্ঠা কর, অপরাজনীতি দুর কর এবং বিজেসি এর আট দফা বাস্তবায়ন কর- বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিঃ আবুল হোসেন আবু, সভাপতি, [বিজেসি]

১১/১১/২০১৬ইং বিকাল ৪.০০ টায় তোপখানা রোডস্থ জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে বেঙ্গল জাতীয় কংগ্রেস [বিজেসি] এর জাতীয় সম্মেলন ২০১৬ইং অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি ও উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিঃ আবুল হোসেন আবু, সভাপতি, [বিজেসি], সাংগঠনিক প্রতিবেদন ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিপ্লবী নেতা ও বীর মুক্তিযোদ্ধা মোঃ মারফত আলী মাস্টার, সাধারণ সম্পাদক, [বিজেসি]। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবীন রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা জনাব এম. আখতারুজ্জামান (সভাপতি ন্যাপ ভাসানী), শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক, [বিজেসি]। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব গাজী মোস্তাফিজুর রহমান (আহ্বায়ক, সম্মিলিত গণতান্ত্রিক দল ও সদস্য সচিব, সম্মিলিত বাংলাদেশ নাগরিক পরিষদ), মেজর ডাঃ শেখ হাবিবুর রহমান (চেয়ারম্যান, জাগো বাঙালি, আহ্বায়ক, মুক্তিযোদ্ধা দিবস পরিষদ ও প্রধান উপদেষ্টা, প্রাক্তন সৈনিক কল্যান সংস্থা, বাংলাদেশ), জনাব মঞ্জুরুল হক সিকদার (সভাপতি জয় বাংলা মুক্তিযোদ্ধা ও প্রজন্ম সংসদ), জনাব শামসুউদ্দিন আজাদ (মহাসচিব জয় বাংলা মুক্তিযোদ্ধা ও প্রজন্ম সংসদ), জনাব কাজি মাসুদ আহম্মেদ (সভাপতি কাজি আরেফ ফাউন্ডেশন), দার্শনিক আবু মহি মুসা (সাংবাদিক কলামিস্ট), জনাব মোরাদ হোসেন (উপদেষ্টা, বিজেসি ও সমাজসেবক), জনাব কাজি আজহার আলী (সাংগঠনিক সম্পাদক, বিজেসি), জনাব আব্দুল্লাহ মহিউদ্দিন (প্রবীণ শ্রমিক নেতা ও রাজনীতিবিদ), জনাব মোস্তাক আহম্মেদ ভাসানী (সভাপতি, ন্যাপ ভাসানী), এছাড়াও আরো বক্তব্য রাখেন বিজেসি এর কেন্দ্রীয়, জেলা ও মহানগরের নেতৃবৃন্দ। সকল বক্তা দেশে গণতন্ত্র, আইনের শাসন, মৌলিক অধিকার-মানবাধিকার, অর্থনৈতিক বৈষম্য হ্রাস ও সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য একযোগে কাজ করার ও বিজেসি এর আট দফা বাস্তবায়নের দাবি জানান;বিজেসি এর সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিঃ আবুল হোসেন আবু বলেন, স্বাধীনতা উত্তর দীর্ঘ সময় আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি ও তত্ত্বাবধায়ক সরকারসহ যারাই ক্ষমতায় ছিল কিন্তু অদ্যবধি লক্ষ শহীদের রক্তের বিনিময়ে প্রাপ্ত সোনার বাংলায় জনগণের রাজনৈতিক অধিকার (গণতন্ত্র), অর্থনৈতিক মুক্তি (সামাজিক অর্থনীতি), জীবনমান উন্নয়ন, মৌলিক অধিকার- মানবাধিকার প্রতিষ্ঠা করতে তারা ব্যর্থ হয়েছে; তিনি আরও বলেন, বিজেসি এর ৮ দফা বাস্তাবায়ন করলে জনগণের কাঙ্খিত স্বাধীনতার চেতনা বাস্তবায়ন হবে। সভার শেষে বিষয়ভিত্তিক কমিটির সুপারিশ ও জেলা-মহানগর-পৌরসভা-উপজেলা কমিটির সমর্থনে প্রতিষ্ঠাতা আহ্বায়ক মুক্তিযোদ্ধা ইঞ্জিঃ আবুল হোসেন আবু, [বিজেসি] কেন্দ্রীয় কমিটির সংক্ষিপ্ত একটি তালিকা ঘোষণা করেন। ঘোষিত কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা ইঞ্জিঃ আবুল হোসেন আবু; সাধারণ সম্পাদক, বিপ্লবী নেতা ও বীর মুক্তিযোদ্ধা মোঃ মারফত আলী মাস্টার; ইঞ্জিঃ মোঃ সাইফুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য, বিজেসি; যুগ্ম সাধারণ সম্পাদক, অধ্যাপক মোঃ আবুল কাশেম; জনাব মোঃ আজহার আলী, সাংগঠনিক সম্পাদক, বিজেসি; উপদেষ্ঠা মন্ডলীর সদস্য জনাব শফিউল আলম (সিএ, সিসি); জনাব শেখ মোঃ জামাল; জনাব মোঃ মুরাদ হোসেন; নির্বাহী সদস্য, জনাব মোঃ হোসেন আবুল, জনাব ইমন শেখ, জনাব আবুল কালাম ও জনাব মোঃ সানিউল খান। পূর্ণাঙ্গ কমিটি আগামী ডিসেম্বর ২০১৬ইং তারিখে কেন্দ্রীয় কার্যালয় থেকে ঘোষণা করার আশাবাদ ব্যক্ত করেন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top