Monday , 1 July 2024
সংবাদ শিরোনাম

ফিলিপাইনের এক মেয়রকে জেল খানায় গুলি করে হত্যা করেছে দেশটির পুলিশ

মাদক চোরাকারবারি বিষয়ক দুর্নীতিতে জড়িত থাকার অপরাধে আটক ফিলিপাইনের এক মেয়রকে জেল খানায় গুলি করে হত্যা করেছে দেশটির পুলিশ। দেশটির আলবুয়েরো শহরের মেয়র রোল্যান্দো স্পিনোসাকে তল্লাশি করতে চাইলে সে গুলি চালায় বলে অভিযোগ করে দেশটির পুলিশ বিভাগ জানায়, তার কাছে থাকা বন্দুক দিয়ে সে গুলি চালানো শুরু করলে আত্মরক্ষার্থে পুলিশ গুলি করে।মাদক চোরাকারবারি হত্যার বিষয়ে রদ্রিগো দুতের্তের নেয়া শপথের পরপর এই ঘটনা ঘটল। গত সপ্তাহে মাদক চোরাচালান বিষয়ে নতুন তথ্য পায় দেশটির পুলিশ। এ সময় সেখানকার এক মাদকপাচারের শীর্ষ নেতা ও মেয়র রোল্যান্দোর নাম ঘোষণা করা হয়।উল্লেখ্য, মাদকের বিরুদ্ধে দুতের্তে যুদ্ধ ঘোষণার পর এখন পর্যন্ত এর সঙ্গে জড়িত ৪ হাজার মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। বিষয়টি তীব্রভাবে সমালোচিত হচ্ছে মানবাধিকার সংগঠনগুলোর কাছে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top