Saturday , 6 July 2024
সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব জলাতংক দিবস পালিত

‘জলাতংকে জানুন, টিকাদিন, নির্মূল করুন’ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব জলাতংক দিবস-১৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে আজ বুধবার সকাল ১০টায় একটি বর্নাঢ্য শোভাযাত্রা জেলা প্রাণিসম্পদ কার্য়ালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় ‘জলাতংক সচেতন হউন, প্রতিষেধক নিন, নির্মূল করুন’ শ্লোগাণে ‘জলাতংক প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় রোগটির ব্যাপারে সবাইকে সচেতন হবার আহব্বান জানানো হয়। এ ব্যাপারে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনে জানানো হয়, পূর্বের তুলনায় এর চিকিৎসা সহজ হয়েছে। আগে যেখানে আক্রান্ত ব্যক্তিকে নাভীর নীচে ১৪টি ব্যয়বহুল ইনজেকশন দেয়া হত, এখন সেখানে মাংশ পেশীতে ৩০০০ টাকা মূল্যর ৫টি ইনজেকশন দিলেই চলে। যা সহজলভ্য। কুকুরকে টিকাদানের মাধ্যমে এই রোগটি নির্মুলের চেষ্টা চলছে বলেও সভায় জানানো হয়।
কর্মসূচীগুলিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু জাফর, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: আবুল কাসেম, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: কবির আহমেদ, ভেটেরিনারী সার্জন ডা: আবুল বাসেত, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা শামস-ই-তাবরীজ সহ সংশ্লিষ্টর

মোঃ নাদমি হোসনেঃ

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top