Saturday , 28 September 2024
সংবাদ শিরোনাম

পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলে তা ভারতের অর্থনীতিকে ধ্বংস করে দেবে

পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলে তা ভারতের অর্থনীতিকে ধ্বংস করে দেবে এবং ওই যুদ্ধ ভারতকে বিশ্বে একঘরে করে দেবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানি কূটনীতিকরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক কুটনীতিকের বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে পাকিস্তানের পত্রিকা দ্য ডন। পরে ভারতের হিন্দুস্তান টাইমসও ডনের বরাতে খবরটি প্রকাশ করে।ডন জানায়, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বাধিয়ে ভারত নিজেদের অর্থনীতির ক্ষতি করবে না। এই ব্যাপারে তারা নিশ্চিত বলেও জানান ওই পাকিস্তানি কূটনীতিকরা। তাঁরা আরো বলেন, আন্তর্জাতিক বিশ্বে পাকিস্তানের একঘরে থাকার বিষয়টি একটি অতিকথন। পাকিস্তান নয় বরং ভারতেরই একঘরে হয়ে যাওয়ার আশংকা রয়েছে।কয়েকবছরে ভারতে একর পর এক সন্ত্রাসীহামলা চালিয়ে আসছে পাকিস্তানপন্থী জঙ্গিরা। সর্বশেষ জম্মু-কাশ্মীরের উরিতে সেনা ব্রিগেডের একটি সদর দফতরে হামলার জন্য পাকিস্তানের সংশ্লিষ্টতা আছে দাবি করে ভারত। তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেয়ার ঘোষণা দেয় দেশটি। এরই অংশ হিসেবে ভারত পাকিস্তানের ওপর নানা নিষেধাজ্ঞা কার্যকর করার কথা ভাবছে।গত সপ্তাহে জম্মু-কাশ্মীরে হামলায় ১৮ সেনা ও চার হামলাকারী নিহত হন। এ ছাড়া ওই ঘটনায় আহত ৩৫ সেনাকে সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে সরিয়ে নেয়া হয়।  হামলার পর পরই এর জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদকে দায়ী করা হয়। আর এ হামলার কড়া জবাব দিতে চান ভারতীয় সেনারা।
Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top