Saturday , 28 September 2024
সংবাদ শিরোনাম

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশকে কারো কাছে মাথা নত করতে হয় না

বৃহস্পতিবার সকালে দশম জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন- আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশকে কারো কাছে মাথা নত করতে হয় না। প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে গণহত্যা চালিয়েছে। সেসময় দুর্নীতিতে ছেয়ে যায় দেশ। তিনি আরও বলেন, ‘২০০১ সালের নির্বাচনে একটা ষড়যন্ত্র হয়েছিল। এটা শুধু দেশের অভ্যন্তরে নয়, এতে আন্তর্জাতিক ষড়যন্ত্র জড়িত ছিল। কারণ আমার অপরাধ ছিল, আমি দেশের সম্পদ গ্যাস অন্য দেশের কাছে বিক্রি করতে চাইনি। আর অপরদিকে খালেদা জিয়া এই গ্যাস বিক্রির মুচলেকাও দিয়েছিল। যার ফলাফল আমরা সরকারে আসতে পারিনি।’ শেখ হাসিনা বলেন, ‘ভোট বেশি পেয়েছিলাম, সিটি পেলাম না। সরকার গঠন করতে পারলাম না। এরপর সাতটি বছর এ দেশের মানুষের উপর যে অত্যাচার-নির্যাতন চলেছে, আমার ২১ হাজার নেতা-কর্মী জীবন দিয়েছে। ঠিক একাত্তর সালে যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা চালিয়ে ৩০ লাখ মানুষকে হত্যা করেছে, লাখো মা-বোনের ইজ্জত নিয়েছে। একই কায়দায় ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত এদেশে যেন সেই গণহত্যার আরেকটি রূপ আমরা দেখেছি।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ যখনই সরকারে এসেছে তখনই পেয়েছে আর তাছাড়া সবসময় জনগণ বঞ্চিত হয়েছে।’

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top