Friday , 1 November 2024
সংবাদ শিরোনাম

আবাহনীর রেকর্ড জয়

টস হেরে আগে ব্যাট করে, ৫ উইকেটে ৩৭১ রান করে তামিমের দল। বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে এটিই সর্বোচ্চ রানের রেকর্ড। জবাবে, ব্যাট করতে নেমে মাত্র ১১১ রানে অলআউট হয় মোহামেডান। আগের রেকর্ডটি ছিল এক মৌসুম আগে ওল্ড ডিও এইচ এসের বিপক্ষে লিজেন্ডস অব রূপগঞ্জের ৬ উইকেটে ৩৫৭ রান। এ রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লো তামিমের দল।
বিকেএসপিতে, এদিন টস হেরে ব্যাট করতে নেমে ৬৪ রানেই তামিম ও শান্তকে হারায় আবাহনী। তবে, দীনেশ কার্তিককে সঙ্গে নিয়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান অফ ফর্মে থাকা লিটন। কার্তিককে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে ১৫০ বলে ১৬২ রানের জুটি গড়েন তিনি। ১৩৯ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলে আরিফুলের বলে ফিরে যান লিটন। এরপর দিনেশ কার্তিকের ১০৯ ও সাকিবের ঝড়গতির ৫৭ রানে, ৫ উইকেট হারিয়ে ৩৭১ রানের পাহাড় সমান স্কোর গড়ে আবাহনী।
লক্ষ্য তাড়া করতে নেমে, আবাহনী বোলারদের বিধ্বংসী বোলিংয়ে মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে পরে মোহামেডান। নাইম ইসলামের ৩২ ও মুশফিকের ২৬ রান ছাড়া ব্যর্থ হয়েছেন বাকি ব্যাটসম্যানরা। আর তাতেই ২৬০ রানের বড় জয় পেয়েছে আবাহনী।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top