Saturday , 28 September 2024
সংবাদ শিরোনাম

বাংলাদেশে পুলিশের গ্রেফতারের ওপর আমি নজর রাখছি: জেইদ রাদ আল হোসেইন

বাংলাদেশে সাম্প্রতিক সংঘটিত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জেইদ রাদ আল হোসেইন। একইসঙ্গে তিনি সকল রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানান তিনি। সোমবার জেনেভায় হিউম্যান রাইটস কাউন্সিলের নিয়মিত অধিবেশনে বাংলাদেশসহ ৫০টি দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন হোসেইন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার আরো বলেন, ব্যক্তি স্বাধীনতা ও বাক-স্বাধীনতার ওপর হামলাগুলোকে স্পষ্ট ভাষায় নিন্দা জানাতে এবং আক্রান্ত গোষ্ঠীগুলোকে রক্ষায় আরো পদক্ষেপ নিতে আমি সরকার, রাজনৈতিক এবং ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি। রাদ আল হোসেইন বলেন, বাংলাদেশে মুক্তমনা, উদারবাদী, ধর্মীয় সংখ্যালঘুদের নৃশংসভাবে হত্যাকাণ্ড ঘটনা আশংকাজনক হারে বেড়ে যাওয়ায় আমি অত্যন্ত উদ্বিগ্ন। তিনি বলেন, সাম্প্রতিক বাংলাদেশে পুলিশের গ্রেফতারের ওপর আমি নজর রাখছি। মানবাধিকারে প্রতি পুরোপুরি সম্মান বজায় রেখে এসব নৃশংস অপরাধের হোতাদের অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত ও বিচারের আওতায় আনার জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top