Saturday , 28 September 2024
সংবাদ শিরোনাম

শিগগির নাইজেরিয়া দলকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন

আফ্রিকান ফুটবলে নাইজেরিয়া অন্যতম শক্তিশালী দল। কিন্তু ক্রিকেটে খুব একটা পরিচিতি নেই তাদের। ক্রিকেট খেলাটা তারা শুরু করেছে বেশি দিন হয়নি। ২০০৩ সালে আইসিসির সহযোগী সদস্য হয়েছে তারা। সম্প্রতি ব্রিটেনের জার্সি দ্বীপে ওয়ার্ল্ড ক্রিকেট লিগে একটি ম্যাচও জিততে পারেনি নাইজেরিয়া। দলের এই পাফরম্যান্স খুবই হতাশ করেছে ফেডারেশনের কর্মকর্তাদের।  নাইজেরিয়ার ক্রিকেট ফেডারেশন দলের এই পারফরম্যান্স একেবারেই মেনে নিতে পারেনি। নাইজেরিয়ার ক্রিকেট ফেডারেশনের সভাপতি এমেকা ওনিয়েমা তাই দেশটির জাতীয় ক্রিকেট দলকে ‘বাতিল’ বলে  ঘোষণা করেছেন। এই সম্পর্কে ওনিয়েমা বলেন, ‘সম্প্রতি নাইজেরিয়া ক্রিকেট দলের সুযোগ-সুবিধা অনেক বাড়ানো হয়েছে। তারপরও দলের হতাশাজনক পারফরম্যান্স মেনে নেওয়ার মতো নয়। দলটি আমাদের কোনো সম্মানজনক ফল এনে দিতে পারেনি। তাই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’ দলটির ভারতীয় কোচ শ্রীরাম রেগান্নাথাকেও বিদায় করে দেওয়া হয়েছে। খুব শিগগির নাইজেরিয়া দলকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top