নতুন অর্থবছর ২০১৬-১৭ অর্থবছরে ক্রীড়া ক্ষেত্রে যে নতুন অর্থ বরাদ্দ দেয়া হয়েছে তা দেশের ক্রীড়ার উন্নয়নে যথেষ্ট নয়। তাই ক্রীড়া ক্ষেত্রে অবকাঠামোর পাশাপাশি প্রশিক্ষণের জন্যও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ বাড়ানো উচিত বলে মনে করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী। এবারের বাজেটে থোক হিসেবে ফুটবলের জন্য রাখা হয়েছে মাত্র ১৫ কোটি টাকা। কিন্তু বাফুফের এই কর্মকর্তার দাবী, দেশব্যাপী ফুটবলের প্রসার প্রচারণা ছড়িয়ে দিতে তা বাড়িয়ে ৪০ কোটি টাকা করা হলে, এগিয়ে যাবে দেশের ফুটবল।
Share!