সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্ত্রী বলেন, ঈদের ৫দিন আগে থেকে মহাসড়কগুলোতে যানজট নিয়ন্ত্রণে ১০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে নয়শ স্বেচ্ছোসেবক নিয়োগ থাকবে। মন্ত্রী বলেন, ঈদ-উল ফিতরের আগের পাঁচদিন তিন শিফটে প্রতি শিফটে ৩০০ জন করে কাজ করবেন। তারা ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে পুলিশকে সহযোগিতা করবেন। এতে স্কাউট-বিএনসিসি ও এলাকাভিত্তিক কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সামাজিক সংগঠন থেকে এসব তরুণ স্বেচ্ছাসেবককে সম্পৃক্ত করা হবে। তাদেরকে কিছু সম্মানিও দেওয়া হবে।
মন্ত্রী বলেন, এই স্বেচ্ছাসেবকরা আশুলিয়ার জিরাবো বাজার, ফ্যান্টাসি কিংডমের সামনে, বাইপাইল মোড়, বল্দ্রি চন্দ্রা মোড়, কোনাবাড়ি, কালিয়াকৈর, নবীনগর কাঁচপুর, ভুলতা ও মেঘনায় কাজ করবেন। এছাড়াও মহাসড়কের পাশে অস্থায়ী টয়লেট নির্মাণ করবে সড়ক ও মহাসড়ক অধিদফতর।
যানজট নিয়ন্ত্রণে নয়শ স্বেচ্ছোসেবক থাকবেঃ ওবায়দুল কাদের
Share!