ঢাকার বেশ কয়েকটি ফলের আড়তে রমজানকে সামনে রেখে র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। র্যাব জানিয়েছে নিরাপদ খাদ্য নিশ্চিতে ভেজাল বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে । অভিযান চালানো হয় বেশ কিছু ফলের আড়তে। পরীক্ষা করা হয় বিভিন্ন দোকান থেকে সংগ্রহ করা আম, আপেল সহ খেজুরের মেয়াদ। উন্নত প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা করা হলেও এসব ফলে ফরমালিন বা কোন ক্যামিকেলের অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানান বিএসটিআই’এর ফিল্ড অফিসার ইঞ্জিনিয়ার শশী কান্ত দাস।
Share!