Saturday , 28 September 2024
সংবাদ শিরোনাম

১৭৫টি দেশের স্বাক্ষর প্যারিস জলবায়ু চুক্তিতে

জলবায়ু পরিবর্তন রোধে উন্নত দেশগুলোকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। আর জাতিসংঘ মহাসচিব বান কি মুন কার্বন নিঃসরণে দায়িত্বহীন আচরণ বন্ধে বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানান।গত ডিসেম্বরে ‘কপ-টুয়েন্টি ওয়ান’ খ্যাত প্যারিস জলবায়ু সম্মেলনে জলবায়ুর পরিবর্তনরোধে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার দেড় ডিগ্রির নিচে রাখার অঙ্গিকার করেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা।এরই ধারাবাহিকতায় ৪৬তম ধরিত্রী দিবসে শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। বিশ্বের উষ্ণতা রোধের অঙ্গিকার করে একে একে চুক্তিতে স্বাক্ষর করে ১৭০টিরও বেশি দেশ। যা একদিনে সবচেয়ে বেশি সংখ্যক রাষ্ট্রের একই সঙ্গে কোন চুক্তিতে স্বাক্ষরের নতুন রেকর্ড।এ চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জীবন আরও সুন্দরভাবে চালিত হবে বলে চুক্তি সাক্ষর অনুষ্ঠানে দেয়া ভাষণে মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।তিনি বলেন, ‘আমরা এই মুহূর্তে সময়ের সঙ্গে যুদ্ধ করছি। আমি এখানে উপস্থিত সব দেশের প্রতিনিধিদের নিজ দেশে ফিরে গিয়ে যত দ্রুত সম্ভব চুক্তি বাস্তবায়নে কাজ শুরু করে দেয়ার আহ্বান জানাচ্ছি। আসুন, সবাই মিলে জলবায়ুর পরিবর্তনরোধের যে স্বপ্ন আমরা দেখছি তা বাস্তবে পরিণত করি।’চুক্তির প্রতি সমর্থন ও আনুগত্য প্রকাশ করে এর মাধ্যমে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিরোধের এক বড় সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন কার্বন নিঃসরণ কমিয়ে আনতে উন্নত রাষ্ট্রগুলোকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।মাসুদ বিন মোমেন বলেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন রোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সোলার ব্যবস্থাসহ বিকল্প জ্বালানি শক্তি উদ্ভাবনে আমরা কাজ করে যাচ্ছি। এরই মধ্যে আমরা কার্বন নিঃসরণ ৫ শতাংশ কমিয়ে এনেছি এবং জাতিসংঘের সহযোগিতা পেলে আশা করি এ মাত্রা আরও ১৫ শতাংশ কমিয়ে আনা সম্ভব হবে।’জলবায়ু পরিবর্তন রোধে স্বাক্ষরিত এ চুক্তি বাস্তবায়নের সময়সীমা বেধে দেয়া হয়েছে ২০২০ সাল পর্যন্ত। যদিও, এর আগেই তা বাস্তবায়নে কাজ করার অঙ্গিকার করেছে বায়ুমণ্ডলে প্রায় ৫৫ শতাংশ কার্বন ছড়ানোর জন্য দায়ী বিশ্বের ৫৫টি দেশের প্রতিনিধিরা।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top