Saturday , 28 September 2024
সংবাদ শিরোনাম

শপথ ভঙ্গের জন্য দণ্ডিত দু’মন্ত্রী

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করেছেন দেশের সর্বোচ্চ আদালত। দণ্ডিত হওয়ায় এখন তাদের মন্ত্রিত্ব থাকবে কিনা এ নিয়ে চলছে তুমুল আলোচনা। সংবিধান ও আইন বিশেষজ্ঞরা মনে করেন মন্ত্রীরা সংবিধান রক্ষার শপথ নেন। সংবিধানকে রক্ষার শপথ নিয়ে সাংবিধানিক শপথ ভঙ্গের জন্য অভিযুক্ত হয়েছেন দু’মন্ত্রী। শপথ ভঙ্গ করায় তারা সাংবিধানিক পদে থাকার অযোগ্য। সংবিধানে শপথ ভঙ্গ করা বা মন্ত্রী পদে থাকাকালীন দণ্ডিত হলে অযোগ্যতার বিষয়টি স্পষ্ট না হলেও নৈতিক বিবেচনায় তাদের পদত্যাগ করা উচিত। তারা না সরে দাঁড়ালে মন্ত্রিসভার সিদ্ধান্তই চূড়ান্তÍ। মন্ত্রিসভার সর্বময় হিসেবে প্রধানমন্ত্রীকে সিদ্ধান্ত নিতে হবে তিনি সর্বোচ্চ আদালতে দোষী সাব্যস্ত এই দু’জনকে বহাল রাখবেন না সরিয়ে দেবেন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top