Saturday , 28 September 2024
সংবাদ শিরোনাম

ইউপি নির্বাচন: প্রথম দফার প্রচার-প্রচারণা শেষ হচ্ছে রোববার

আগামীকাল শেষ হচ্ছে, প্রথম দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা। তাই শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত, মুন্সিগঞ্জের সিরাজদিখানের ১০টি ইউনিয়নের প্রার্থীরা। তাদের বাকযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছে, ভোটের পরিবেশ।উঠেছে, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও। তাই ২২ প্রার্থীকে সতর্ক করেছে, নির্বাচন কমিশন।

হাতে সময় নেই; তাই ভোটারদের বাড়ি বাড়ি ক্লান্তিহীন ছুটে চলা।

ঢাকার কাছের জেলা মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ১০ ইউনিয়নের ভোট হচ্ছে প্রথম দফায়। তাই দিনরাত-ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। আওয়ামী লীগ সমর্থিত এক চেয়ারম্যান প্রার্থীসহ ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেও, এখনো মাঠে রয়েছেন ৩৬৯ জন প্রার্থী।

তবে ক্ষমতাসীন দলের প্রার্থীর বিরুদ্ধে প্রচারণায় বাধা, সমর্থকদের হুমকিসহ নানা অভিযোগ করেছেন বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা জানিয়েছেন তারা।

জনপ্রতিনিধি নির্বাচনে চুলচেরা বিশ্লেষণ করছেন ভোটাররা।

এদিকে, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এরই মধ্যে ২২ জন প্রার্থীকে সতর্ক করা হয়েছে। সুষ্ঠুভাবে ভোট শেষ করতে সব ধরনের ব্যব্স্থা নেয়া হয়েছে, বলে দাবি নির্বাচন কর্মকর্তাদের।

২২ মার্চ এই উপজেলার ৮৮টি কেন্দ্রে ভোট নেয়া হবে। আর এখানে ভোটার রয়েছেন, এক লাখ ৪৮ হাজার ৮১০ জন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top