Saturday , 28 September 2024
সংবাদ শিরোনাম

ইউপি নির্বাচনের জন্য পেছাতে পারে আ.লীগের কাউন্সিল

২৮ মার্চ আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত থাকলেও, ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে নির্ধারিত সময়ে কাউন্সিল হবে কিনা, সে ব্যাপারে আগামী ২০ মার্চ, দলের পরবর্তী কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত নেয়া হবে।

আওয়ামী লীগের শীর্ষ নেতারা এ তথ্য জানিয়ে বলেন, কাউন্সিলে সংসদ নির্বাচনের বিষয়টিকে প্রাধান্য দেয়া হবে।

পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের গাইড লাইনসহ আগামী ২৫ বছরের রূপকল্প, দলের গঠনতন্ত্র এবং সাংগঠনিক নানা পরিবর্তন আনা হবে কাউন্সিলে।

দলের শীর্ষ দু’নেতার এমন বক্তব্যে ধোঁয়াশা কাটছেনা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠানের।২৮ মার্চ কাউন্সিল নির্ধারিত থাকলেও ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে দেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ২০তম কাউন্সিল পেছানোর বিষয়টি সামনে চলে আসে। দলের পরবর্তী কার্যনির্বাহী কমিটির সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান দলের শীর্ষ নেতারা।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আমাদের কাউন্সিল পিছিয়ে দেয়ার সম্ভাবনা আছে। আগামী ২০ মার্চ আমাদের কার্যনির্বাহী কমিটির সভা আছে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

এবারের কাউন্সিলকে ঐতিহাসিক উল্লেখ করে দলের নেতারা বলছেন, ২০১৯ সালের নির্বাচনকে সামনে রেখে এ কাউন্সিলে নির্বাচনী ইশতেহারের গাইডলাইন ঠিক করা হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন বলেন, ‘এ কাউন্সিলের পরে আগামী নির্বাচন আমাদের মোকাবেলা করতে হবে। আগামী ১৮ বা ১৯ সালের নির্বাচনের গাইডলাইন ঠিক করবে এ কাউন্সিল।’

এছাড়া সাংগঠনিক কাঠামো ও গঠনতন্ত্রে পরিবর্তন আসারও ইঙ্গিত দিলেন দলের এ শীর্ষ নেতারা।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘দেশে যেহেতু নতুন ৩টি বিভাগ হয়েছে দলেও হয়তো নতুন বিভাগের সাংগঠনিক কাঠামো নির্ধারণ করা হবে।’

২০১৫ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের বর্তমান কমিটির মেয়াদ শেষ হলেও এ বছরের জুন পর্যন্ত তা বর্ধিত করা হয়। প্রতি তিন বছর পর পর নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাউন্সিল অনুষ্ঠানের বিধান রয়েছে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top