ডিবি পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ীর ২০৫ ভরি স্বর্ণ লুটের ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) পাহাড়তলী রেলস্টেশন ফাঁড়ির ইনচার্জ মো. মেজবাহকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।
স্বর্ণ লুটের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মেজবাহকে প্রধান আসামী করে সোমবার রাতে জিআরপি থানায় মামলাটি দায়ের করা হয়।
স্বর্ণ বহনকারী হাজারী গলি ঝুমুর মার্কেটের বিশ্বকর্মা বুলিয়ন দোকানের কর্মচারী পলাশ নন্দী বাদি হয়ে মামলাটি দায়ের করেন। এতে মেজবাহ ছাড়া আরও দু’জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। রেলওয়ে পুলিশের ওসি হিমাংশু দাশ বলেন, স্বর্ণ লুটের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) পাহাড়তলী রেলস্টেশন ফাঁড়ির ইনচার্জ মেজবাহকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৭টায় পাহাড়তলী স্টেশনের প্ল্যাটফর্মে দাড়িয়ে ছিল দুই ব্যবসায়ী। এসময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুইজন সদস্য তাদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ২০৫ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়। পরে তাদের পাহাড়তলী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ফাঁড়ি ইনচার্জ মেজবার কাছে নিয়ে যায়। সেখানে তাদের বসতে বলে ওই দুই সদস্য পালিয়ে যায়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোমবার বিকেলে মেজবাহকে আটক করে পুলিশ।