২৯ ঘণ্টা পর অবশেষে সচল হয়েছে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ইন্টারনেট সার্ভার। ফলে পাসপোর্টধারী যাত্রীদের স্বাভাবিক নিয়মে পারাপার শুরু হয়েছে।
মঙ্গলবার (০১ মার্চ) ভোরে ঢাকা থেকে প্রকৌশলী এসে কাজ শুরু করলে সকাল ১১টায় সার্ভার সচল হয়। এর আগে যে সব যাত্রীরা কম্পিউটারে নাম-ঠিকানা যাচাই ছাড়াই পারাপার হয়েছেন এখন তাদের নাম, ঠিকানা যাচাই ও এন্ট্রি করা হচ্ছে। এর আগে সোমবার (২৯ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার থেকে হঠাৎ করে বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনে ইন্টারনেট সার্ভার বিকল হয়ে যায়। ফলে ২৯ ঘণ্টা কম্পিউটারে যাচাই ছাড়া পারাপার হয় দেশি-বিদেশি পাসপোর্টধারী যাত্রীরা। এসময় কালো তালিকাভুক্ত কোন ব্যক্তি ও সন্ত্রাসীদের প্রবেশ এবং পালিয়ে যাওয়া নিয়ে শংঙ্কায় ছিল ইমিগ্রেশন কর্তৃপক্ষসহ সংশিষ্টরা।বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ২) মোমিনুর রহমান সার্ভার সচলের বিষয়টি নিশ্চিত করেছেন।