ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যস্ত সময় পার করছেন, লালমনিরহাটের সম্ভাব্য প্রার্থীরা। দলীয় প্রার্থীতা লাভের আশায় ছুটছেন নেতাদের দ্বারে দ্বারে। আর প্রার্থী নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে, ভোটাররাও।
উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের ইউনিয়নগুলোতে বইছে নির্বাচনী হাওয়া। । দলীয়ভাবে নির্বাচন হওয়ায় সম্ভাব্য প্রার্থীদের সময় কাটছে, ব্যস্ততায়।
এরইমধ্যে ছেয়ে গেছে ব্যানার আর পোস্টারে। চায়ের দোকানেও জমে উঠেছে নির্বাচনী ঝড়। প্রার্থী নিয়ে চুল চেরা বিশ্লেষণ করছে, ভোটাররা।
ভোটারদের মন জয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন, প্রার্থীরা। তবে ভোটাররা চান ও যোগ্য প্রার্থী।
দলীয় ভাবে নির্বাচন হওয়ায় কেন্দ্র থেকে যাদের মনোনয়ন দেয়া হবে, তাদের পক্ষেই কাজ করার কথা বলছে, আওয়ামী লীগের স্থানীয় নেতারা।
পিছিয়ে নেই বিএনপিও, প্রার্থী বাছাইয়ে তাদেরও জোর তৎপরতা চলছে।
জেলা নির্বাচন কর্মকর্তা জানালেন, সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে জোর প্রস্তুতি নিচ্ছেন তারা।,
লালমনিরহাট ৪৫টি ইউনিয়নে এবার নির্বাচন হবে। এখানকার মোট ভোটার ৮ লাখ ৪৪ হাজার ২শ ২৮জন।