রক্তের বিনিময়ে পাওয়া মাতৃভাষা রক্ষায় সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ষোলো বিশিষ্ট নাগরিকের হাতে একুশে পদক তুলে দিয়ে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
এবার বিভিন্নখাতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক পেলেন ১৬ বিশিষ্ট নাগরিক। মোট ছয় ক্যাটাগরিতে দেয়া হয়েছে পদক। ভাষা আন্দোলনে চার, শিল্পকলায় পাঁচ, মুক্তিযুদ্ধে এক, সাংবাদিকতায় এক, গবেষণায় দুই এবং ভাষা ও সাহিত্যে তিনজন পেয়েছেন এই সম্মাননা।
এদের মধ্যে ভাষা আন্দোলনে সৈয়দ গোলাম কিবরিয়া ও শিল্পকলার চিত্রকলা শাখায় কাজী আনোয়ার হোসেনকে মরণোত্তর পদক দেয়া হয়। পদক বিজয়ী প্রত্যেককে ১৮ ক্যারেট মানের ৩৫ গ্রাম ওজনের স্বর্ণপদক এবং নগদ দুই লাখ টাকা দেয়া হয়।
ভাষা আন্দোলনের প্রেক্ষাপট তুলে প্রধানমন্ত্রী বলেন, চেতনার উন্মেষ ঘটায় একুশ, তাই তার ঐতিহ্য তুলে ধরতে হবে বিশ্ব সভায়। প্রধানমন্ত্রী বলেন, রক্ত দিয়ে কেনা মাতৃভাষা রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহার করে দেশকে আত্মমর্যাদাশীল ও উন্নত রাষ্ট্রে পরিণত করতেই কাজ করছে সরকার।
পরে একুশে পদকপ্রাপ্তদের সঙ্গে ফটোসেশনেও অংশ নেন প্রধানমন্ত্রী।