নাশকতার পৃথক দুটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যা মির্জা আব্বাসকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করবেন রাষ্ট্রপক্ষ।ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, পল্টন ও মতিঝিল থানার পৃথক দুই মামলায় মির্জা আব্বাসকে জামিন দিয়েছেন আদালত।
মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা যায়, এ দুটি মামলার এজাহারভুক্ত আসামি মির্জা আব্বাস। ২০১৪ সালের ২৯ ডিসেম্বর পল্টন থানাধীন পল্টন মোড় এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় এ মামলা হয়। গত বছরের ৪ নভেম্বর মতিঝিল থানাধীন এজিবি কলোনি এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় মতিঝিল থানায় মামলা হয়।
প্রচ্ছদ বাংলাদেশ আইন ও বিচার দুই মামলায় মির্জা আব্বাসের জামিন
Share!