আজ সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য আন্তঃব্যাংক এটিএম বুথ সেবা বন্ধ রয়েছে। অর্থাৎ এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন না।
ব্যাংকগুলো নিজেদের মধ্যে আলোচনা করে ব্যক্তিগত নিরাপত্তার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে। গত শুক্রবার বিভিন্ন ব্যাংকের বুথ থেকে ইস্টার্ন ব্যাংকের গ্রাহকদের টাকা উধাওয়ের ঘটনা ঘটে।
এ ঘটনায় ঐদিন কয়েক ঘণ্টা ঐ ব্যাংকের এটিএম লেনদেন বন্ধ থাকে। এদিকে, ব্যাংকগুলোর এমন সিদ্ধান্তের কারণে ভোগান্তির মুখে পড়েছেন গ্রাহকরা।
এদিকে, বাণিজ্যিক ব্যাংকগুলোর আন্তঃব্যাংক এটিএম লেনদেন সেবা বন্ধ রাখার কোনো এখতিয়ার না থাকলেও নিরাপত্তার জন্য সাময়িকভাবে বন্ধ রাখতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।