মিরপুরে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের দেয়া ২২৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে১৫ ওভারে দুই উইকেটে ৯২ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। দলের সিমরন ১৮ ও কেচি ১৭ রানে ব্যাট করছেন।
চ্যালেঞ্জিং টার্গেটে শুরু থেকেই দ্রুত গতিতে রান তোলেন গিডরন পোপ ও টেভিন ইমলাক। চতুর্থ ওভারে পোপের সহজ ক্যাচ মিস করেন সালেহ আহমেদ শাওন।তবে পোপকে ৩৮ ও ইমলাককে ১৪ রানে ফেরান মেহেদী হাসান মিরাজ।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে উইন্ডিজ পেইস আক্রমণের সামনে চাপে পড়ে টপ অর্ডার। তবে, ষষ্ঠ উইকেটে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও সাইফুদ্দিনের ৮৫ রানের জুটিতে বিপর্যয় কাটিয়ে উঠে দল। ৬০ রান কোরে আউট হন মিরাজ। সাইফুদ্দিনের ব্যাট থেকে আসে ৩৬ রান। দ্রুত উইকেট হারানোয় দুশো ত্রিশ পার কোরতে পারেনি বাংলাদেশ। তিন উইকেট নেন কিরন পল।