এএফসি কাপের আগে আনুষ্ঠানিকভাবে দু বছরের জন্য শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচের দায়িত্ব নিলেন শফিকুল ইসলাম মানিক।
চট্টগ্রাম আবাহনীর ছেড়ে আসার পেছনে দলটির ম্যানেজারকে দায়ী করেছেন তিনি। এদিকে টিম কম্বিনেশন নিয়ে হতাশ শেখ জামাল সভাপতি মঞ্জুর কাদের স্বস্তি খুঁজছেন নতুন কোচের প্রতি আস্থা রেখে।
প্রায় দু মাস পর সংবাদ মাধ্যমের সামনে এলেন মনজুর কাদের। মাঝের এই সময়টা কম ঝড়-ঝঞ্ঝা বয়ে যায় নি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের উপর দিয়ে। তাই প্রাঞ্জলতা ছিল না ক্লাব সভাপতির চোখে মুখে।
ফেডারেশনের সঙ্গে দূরত্ব। নিজ দলের ফুটবলারদের হারানো আর ধারে ফুটবলার না পাওয়া আর কোচ না আসায় সমস্যা দীর্ঘায়িত হচ্ছিল। আস্তে আস্তে সে সমস্যার জট খুলছে। তবে পুরোপুরি তা কেটে যায় নি। কোচ হিসেবে দু’ বছরের জন্য দায়িত্ব নিলেন ঢাকার ফুটবলের পরিচিত মুখ শফিকুল ইসলাম মানিক।
নতুন কোচ দু সপ্তাহেরও কম সময় পাচ্ছেন এএফসি কাপ মিশনে নামার জন্য।
চট্টগ্রাম আবাহনীকে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ জিতিয়েও পাঁচ মাসের মধ্যে কেন ক্লাব পরিবর্তন?
ধারে বেশ কয়েকজন ফুটবলারকে পাচ্ছে শেখ জামাল। ইতিমধ্যে নিশ্চিত হয়েছে জামাল, নাসিরুল, ইয়ামিন মুন্নার অংশগ্রহন। বিদেশীদের শক্তি বাড়াতে এমেকা, ওয়েডসন, ল্যান্ডিংয়ের পাশাপাশি ভিয়েতনাম থেকে উড়িয়ে আনা হচ্ছে নরগেনকেও। তারপরও সভাপতির আস্থায় নতুন কোচ।
শেখ জামালের আগে মোহামেডান, মুক্তিযোদ্ধা আর শেখ রাসেলের কোচের দায়িত্ব পালন করেছেন শফিকুল ইসলাম মানিক। বুধবারই মাঠে নেমে পড়বেন নতুন শিষ্যদের নিয়ে।