রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাত করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। আজ বুধবার দুপুর ২টা ৩৫ মিনিটে নির্বাচন কমিশন(ইসি) সচিবালয় ত্যাগ করে বঙ্গভবনের দিকে রওনা হন তিনি। তার সঙ্গে রয়েছেন নির্বাচন কমিশনার আবু হাফিজ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী এবং ইসির সচিব সিরাজুল ইসলাম।
ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান বলেন, দুপুর সাড়ে তিনটায় সাক্ষাতের জন্য সিইসিকে সময় দিয়েছে বঙ্গভবন। যাওয়ার সময় সিইসি সাংবাদিকদের বলেন, আমরা প্রতি বছরই যাই। আজ হঠাৎ করেই যাচ্ছি। তবে সূত্র জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে কথা বলার জন্য সাক্ষাত করছেন সিইসি।