যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা-জিএসপি না থাকলেও গেল বছর তৈরি পোশাক রফতানি আয় বেড়েছে ১২ শতাংশ।
যার আর্থিক মূল্য ৬০ কোটি ডলার। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল অটেক্সার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। যেখানে বলা হয়েছে, রানা প্লাজা ধসের পর যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রফতানি কমে গিয়েছিল। তবে গেল বছর শ্রমিকের কাজের পরিবেশ উন্নয়নসহ নানামুখী অগ্রগতির ফলে পোশাক খাতে বাংলাদেশের ভাবমূর্তি বেড়েছে।
প্রতিবেদনটি বলছে, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে বস্ত্র ও পোশাক রফতানি করে বাংলাদেশ আয় করেছে প্রায় ৫৬০ কোটি ডলার যা আগের বছরের চেয়ে ১১.৯৩ শতাংশ বেশি