আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ আলীকে সব মামলার কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে। চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর সই করা এক আদেশে এই নির্দেশ দেয়া হয়। বলা হয়, পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এটি বহাল থাকবে।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চারজনের বিরুদ্ধে তদন্ত করছে তদন্ত সংস্থা। এতে তদন্ত কর্মকর্তাকে সহায়তা করছিলেন মোহাম্মদ আলী। এখন তার বদলে তদন্ত কর্মকর্তাকে সহযোগিতা করবেন প্রসিকিউটর সুলতান মাহমুদ ও সাহিদুর রহমান। ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হবার পর মোহাম্মদ আলীকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় সরকার।
Share!