নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে বাস ও সিএনজি মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সকালে রাজধানীর আগারগাঁওয়ে বি-আর-টি-এ’র ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ হুঁশিয়ারি দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বলেন, চলতি সংসদ অধিবেশনে সংশোধিত মোটরযান অধ্যাদেশ পাস হবে। অবৈধ যান বন্ধে রাজধানীতে এই অভিযানে নেতৃত্ব দেন সেতুমন্ত্রী। এ সময় বেশ কয়েকটি ফিটনেসবিহীন বাস আটক এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সিএনজি চালকদের বিরুদ্ধে মামলা হয়। গ্রেফতারও করা হয় কয়েকজনকে।
Share!