শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে রাজপথে নামে বাঙালি।
কিন্তু, তা সহজভাবে নিতে পারেনি তৎকালীন পাকিস্তানী শাসকগোষ্ঠী। নির্বিচারে গুলি চালায় আন্দোলনকারিদের মিছিলে। সালাম, রফিক, বরকত, জব্বারসহ অনেক নাম না জানা মানুষের রক্তে রঞ্জিত হয় রাজপথ। পৃথিবীর ইতিহাসে মায়ের ভাষার জন্য আত্মত্যাগের এমন বিরল দৃষ্টান্ত উদ্দীপনায় জাগায় প্রতিটি মানুষের হৃদয়ে।
ভাষার জন্য প্রাণ দিয়েছে বিশ্বে এমন উদাহরণ কেবল বাঙালির। তাই মাতৃভাষা নিয়ে তাদের গর্বটা একটু বেশিই। হাজার বছরের ইতিহাসসমৃদ্ধ প্রাণের এই বাংলাকে আপন করে নিতে কম কাঠখড় পোড়াতে হয়নি। ৫২’র ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলনের পর রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি মেলে বাংলার।
এরপর ২১ এ ফেব্রুয়ারি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। যে চেতনা নিয়ে ৫২ তে মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিলেন বাংলার দামাল ছেলেরা, আজকের তরুণ প্রজন্ম সেই ভাষার প্রতি কতটুকু শ্রদ্ধাশীল।