চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা লাভ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন, বিপিসি।
অথচ আন্তর্জাতিক বাজারে খুবই কম দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল। যা এক যুগের মধ্যে সর্বনিম্ন। এ নিয়ে মাথা ব্যথা নেই সরকারের। নেই সহসাই দাম কমানোর পরিকল্পনাও। জ্বালানি প্রতিমন্ত্রীর দাবি, এ নিয়ে আরো বিচার বিশ্লেষণ করেই নেয়া হবে সিদ্ধান্ত। আর বিশেষজ্ঞদের মতে, দাম বাড়লে ভোক্তাদের ওপর চাপ বাড়ে। তাই দাম কমার সুফল পাওয়াটাও ন্যায্য অধিকার।
Share!