১ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সংশ্লিষ্টদের কঠোর হবার আহ্বানও জানান তিনি। মন্ত্রী বলেন, এবছর মোট ১৬ লাখ ৫১ হাজার পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ছাত্র ৮ লাখ ৪২ হাজার এবং ছাত্রী ৮ লাখ ৮ হাজার ৫শ ৯০ জন। মোট ২৮ হাজার ১শ ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ হাজার ১শ ৪৩টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Share!