সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহতের তালিকায় আইএস জঙ্গিদের চেয়ে বেসামরিক মানুষের সংখ্যাই বেশি। দেশটিতে কর্মরত বিভিন্ন পর্যবেক্ষণকারী সংস্থার দেয়া পরিসংখ্যানে উঠে এসেছে এ তথ্য।
পর্যবেক্ষণকারী সংস্থা V D C এর মুখপাত্র বাসম আল আহমাদ জানান, সেপ্টেম্বর ২০১৫ তে শুরু হওয়া রুশ বিমান হামলায় নিহত হয়েছে ১ হাজার ৫০৫ জন।
এর মধ্যে বেসমারিক নাগরিক নিহত হয়েছেন প্রায় এক হাজার। যেখানে নিহত শিশুর সংখ্যা ৩৪৬। আর আইএস জঙ্গি ছিলো ৪৭ জন। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-S O H R বলছে, ২৩৮ শিশু-সহ মারা গেছেন এক হাজার ৫ জন বেসামরিক নাগরিক। আর আইএস ও বিদ্রোহী গোষ্ঠিগুলোর নিহত হয়েছে ১ হাজার ১৪১ জন।